ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শিবলী রুবাইয়াতকে কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:৩৮:১৮
শিবলী রুবাইয়াতকে কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় এবং পরে আদালতে পাঠানোর পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২৫ জানুয়ারি সরকার বিএসইসির দায়িত্বে থাকা অবস্থায় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ বিএসইসির সাবেক ও বর্তমান ৯ জনের পাসপোর্ট বাতিল করে। পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার এবং তার ছেলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, এছাড়া তাদের সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান হিসেবে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে শেয়ারবাজারের সূচক বাড়াতে কারসাজিকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। তার সময়েই মিউচুয়াল ফান্ডের অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে