ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাড়ে ২৪ টাকা কেজি দরে বিক্রি হলো ৭৪ মূল্যবান গাড়ি

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:১৯:২০
সাড়ে ২৪ টাকা কেজি দরে বিক্রি হলো ৭৪ মূল্যবান গাড়ি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কাস্টমস হাউজে বিদেশ থেকে আমদানি করা ৭৪টি মূল্যবান গাড়ি সাড়ে ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এসব গাড়ি ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল, এবং স্ক্র্যাপ করার জন্য এগুলো নিলামে বিক্রি করা হয়। এই বিক্রির জন্য এনবিআরের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে গাড়িগুলোর প্রতি টনের ভিত্তি মূল্য ছিল ৫৩ হাজার টাকা, কিন্তু দর ওঠে ২৪ হাজার ৫০০ টাকায়। নিলামে অংশ নিয়েছিল চট্টগ্রামের ১৫টিরও বেশি রি-রোলিং মিল। তবে, নিলামের শুরুর ডাক ছিল মাত্র ১৩ হাজার টাকা।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এই গাড়িগুলো বেশ কিছু জটিলতায় পড়ে চলাচলের উপযোগী ছিল না। ৭৪টি গাড়ি আগেই স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল। এসব গাড়ি চট্টগ্রাম বন্দরে পড়ে থাকলে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে এসব গাড়ির স্ক্র্যাপিং করা হয়েছিল, তবে নানা আইনি জটিলতার কারণে এতদিন এগুলোর নিলাম হয়নি।

নিলামের মাধ্যমে প্রথম দফায় ৭৪টি গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়। সেগুলো ভাঙারি হিসেবে বিক্রির সময়, বিডাররা অভিযোগ করেছেন যে, শুধুমাত্র রি-রোলিং মিলগুলোকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে, বাকি ৪৬টি গাড়িও পরে স্ক্র্যাপ করা হবে, তবে তাদের বিক্রির জন্য এখনও মামলার নিষ্পত্তি বাকি রয়েছে।

এছাড়া, কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিআরটিএ এবং অন্যান্য সংস্থার প্রস্তাব অনুযায়ী, এসব গাড়ির আয়ু শেষ হয়ে গিয়েছিল এবং সেগুলো যদি আরও পড়ে থাকে তবে দুর্ঘটনা বা বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে।

কেএইচ

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে