ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ: ফেঁসে গেলেন সাবেক মন্ত্রী

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:১৪:৪০
১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ: ফেঁসে গেলেন সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এসব হিসাবের মোট জমা ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। আদালত বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) এই আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলা চলমান। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে দুদক আবেদন জানালে আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে