ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আদালতে জনপ্রশাসন মন্ত্রীকে নিয়ে যা যা হল

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ০৭:২০:৩৫
আদালতে জনপ্রশাসন মন্ত্রীকে নিয়ে যা যা হল

নিজস্ব প্রতিবেদক: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এবং জামায়াত নেতা আব্দুর জাব্বার হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এই আদেশ দেন।

এসময় ফরহাদ হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা সরফরাজ হোসেন মৃদুল এবং তার ভগ্নিপতি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকেও একই মেয়াদে রিমান্ডে নেয়া হয়।

প্রথমে তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তবে আদালত চাওয়া অনুযায়ী জমা দেয়া রিমান্ডের জন্য ৫ দিনের আদেশ দেন। শুনানিতে আসামিরা পুলিশের প্রদত্ত নিরাপত্তা সরঞ্জাম পরে ছিলেন।

আদালতে রিমান্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে আওয়ামীপন্থী আইনজীবীরা এর বিরোধিতা করেন।

এই সময় আদালতে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পাশাপাশি, আদালতের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র এবং ছাত্রদলের কর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে নানারকম শ্লোগান দেন।

বিক্ষোভের ফলে আসামিদের গাড়িবহর আটকে যায়। তবে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিদের থানায় নিয়ে যায়।

কড়া পুলিশ প্রহরায় আসামিদের আদালত থেকে থানা হাজতে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক মন্ত্রীকে ‘ভুয়া ভুয়া’ এবং ‘ফাঁসি চাই’ শ্লোগান দিয়ে ডিম এবং ইটপাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে