ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রমজানের আগেই চাঁদাবাজি বন্ধের নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২১:৩৯:১২
রমজানের আগেই চাঁদাবাজি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রমজানের আগে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, দেশের বাজারে জিনিসপত্রের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শফিকুল আলম। এ সময় তিনি বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়গুলো ভুলভাবে উপস্থাপিত হচ্ছে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, "তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার অবগত রয়েছে এবং শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তবে, জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।"

এছাড়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উল্লেখিত মৃত্যুর ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, "এসব মৃত্যু সাম্প্রদায়িক সহিংসতার কারণে হয়নি। তাই, এ বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে