ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শাওনের পোস্ট নিয়ে প্রেস সচিবের পালটা জবাব

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২১:১৭:৪৫
শাওনের পোস্ট নিয়ে প্রেস সচিবের পালটা জবাব

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে একের পর এক পোস্ট করে সমালোচনার ঝড় তুলেছেন তিনি। তবে এবার শাওনের সমালোচনার জবাব দিলেন প্রেস সচিব নিজেই!

নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি শাওনের প্রতিটি মন্তব্য পর্যবেক্ষণ করছেন এবং তার লেখার জনপ্রিয়তায় খুশি!

"ভালো লাগছে যে, শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছেন"—এই মন্তব্য করে প্রেস সচিব লেখেন, “আমি লেখালিখি ভালোবাসি এবং যখন দেখি অনেকে আমার প্রতিটি লাইন গভীরভাবে পড়ে, তখন ভালো লাগে।”

তিনি আরও বলেন, "বাংলাদেশে আরও ভালো পাঠকের প্রয়োজন, যারা একধরনের বইয়ের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি পড়বে।"

তবে এখানেই শেষ নয়! তার পোস্টের শেষ অংশে কিছু বিস্ফোরক মন্তব্য রাখেন তিনি, যা নতুন করে বিতর্ক তৈরি করতে পারে! তিনি স্পষ্টভাবে জানান, "আপনি এখানে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি বা বেঙ্গলের কসাইয়ের ওপর কোনো প্রশংসাসূচক লেখা পাবেন না!"

শাওনের টানা সমালোচনার পর প্রেস সচিবের এমন পালটা পোস্টে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের ঝড় উঠেছে!শাওন কি এবার কোনো প্রতিক্রিয়া জানাবেন? অপেক্ষায় আছে পুরো দেশ!

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে