ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১১:৫৩:৩১
বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত প্রদেশগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮২ পৃষ্ঠার সুপারিশপত্রে একটি জনবান্ধব জনপ্রশাসন গঠনের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, বর্তমানে রাজধানীতে জনসংখ্যা যা রয়েছে, তা স্বাস্থ্যকর নয় এবং রাজধানী ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। রাজধানীর ওপর থেকে চাপ কমানোর উদ্দেশ্যে সংস্কার কমিশন এ প্রস্তাব তৈরি করেছে।

অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার লক্ষ্য নিয়ে ছয়টি কমিশন গঠন করেছে। ইতোমধ্যে পাঁচটি কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে অতিরিক্ত কিছু সময় চেয়ে নিয়েছেন সুপারিশ পেশের জন্য।

কমিশনের একজন সদস্য জানিয়েছেন, সুপারিশ তৈরির পূর্বে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হয়েছে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিত মতামত ও সুপারিশ সংগ্রহ করা হয়েছে। সবার প্রস্তাবে দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করার প্রস্তাব এসেছে, যার মধ্যে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জানতে চাইলে কমিশনের সদস্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। সুপারিশ চূড়ান্ত করা হয়েছে এবং এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে