ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ে যা বললেন সারজিস আলম

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২১:০১:৫৮
চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ে যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বর্তমানে আমাদের বাজারব্যবস্থাটি একটি সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। যেখানে বড় কোম্পানিগুলোকে একে অপরের প্রতিপক্ষ হওয়ার কথা, সেখানে তারা নিজেদের মধ্যে সীমানা বা টেরিটোরি নির্ধারণ করে নিয়েছে। কিছু বড় প্রতিষ্ঠানই আমদানি ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণ করছে।’

রোববার (০২ ফেব্রুয়ারি)রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সংলাপে আলোচক হিসাবে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, মাঝারি এবং ছোট আমদানিকারকেরা বড় কোম্পানির নির্দেশনায় কাজ করছেন, যেখানে তারা ঠিক করে দেন কিভাবে ও কতটা আমদানি করবেন। এর ফলে বাজারে প্রতিযোগিতার বদলে সমঝোতার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও মন্তব্য করেন, বাজারে চাঁদাবাজি এবং সিন্ডিকেটের প্রভাব এখনও বিদ্যমান। তিনি বলেন, রাজধানীর বড় পাইকারি বাজারগুলোতে দেখা যায়, চাঁদাবাজির কারণে পণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পায় এবং এই চাঁদাবাজি রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

“তাই বাজারব্যবস্থায় সুস্থ পরিবেশ ফেরাতে প্রধান রাজনৈতিক দলের সদিচ্ছা অপরিহার্য। ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং উপদেষ্টা পরিষদের সবার কিছু না কিছু দায় রয়েছে" বলে তিনি মনে করেন।

সারজিস আলম বলেন, "আমরা অনেক আলোচনা করি, কিন্তু সেগুলোর বাস্তবায়ন খুব কম হয়। বর্তমান উপদেষ্টা পরিষদে অনেক ভালো মানুষ আছেন, তবে দেশের সবার জন্য ভালো হবার আশা বাস্তবে সম্ভব নয়। বাজারব্যবস্থায় বড় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় আইনকানুনের প্রয়োগ ভালোভাবে দেখা যাচ্ছে না।"

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে