ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কমে গেল, জানুন কত টাকা এসেছে দেশে

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৯:০০:০৯
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কমে গেল, জানুন কত টাকা এসেছে দেশে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে মোট ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি টাকা। প্রতিদিন গড়ে ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এই মাসে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরিমাণ রেমিট্যান্স জানুয়ারিতে দেশে এসেছে, তবে গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

জানুয়ারির ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রবাসীরা ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে