ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান যা বললেন শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:৪০:৫৪
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান যা বললেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি মন্তব্য করেছেন যে, সরকারি তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মন্তব্যের পর, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর প্রতিবাদ জানিয়ে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে আজই সড়ক ও রেল অবরোধের ঘোষণা দিয়েছেন।

তিতুমীর ঐক্য নামক সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে আন্দোলনকারীরা সবাইকে তড়িঘড়ি সড়ক অবরোধে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা তাদের দাবির প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদ হিসেবে এখনই আন্দোলন শুরু করবে।

অতিরিক্ত, আন্দোলনরত শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, "সরকারের খামখেয়ালির কারণে আমাদের রাজপথে আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আর আমাদের আন্দোলন থেকে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য সরকারই দায়ী।"

প্রসঙ্গত, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে বিভিন্ন আন্দোলন করে আসছেন। তারা রাস্তায় অবরোধ, মিছিল, স্মারকলিপি প্রদান, এবং ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ দাবির প্রতি ইতিবাচক সাড়া না পেয়ে গত ২৯ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেয়।

সাতটি মূল দাবি হলো:

তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অথবা আবাসিক খরচ সরকারকে বহন করতে হবে।

আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি বিষয় ‘আইন’ ও ‘জার্নালিজম’ যোগ করতে হবে।

একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য আসন সংখ্যা সীমিত করতে হবে।

আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।

এই দাবিগুলোর প্রতি সরকারের উদাসীনতা দেখে শিক্ষার্থীরা আন্দোলন আরও তীব্র করেছে, এবং তাদের এই কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে