ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

চার কোম্পানির তদন্ত রিপোর্ট জমা, বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের নাম

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১১:০২:১৬
চার কোম্পানির তদন্ত রিপোর্ট জমা, বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের নাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি ৪টি কোম্পানির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে বিএসইসির আগের কমিশনের চেয়ারম্যানসহ ২ কমিশনার ও বিএসইসির বর্তমান অনেক উর্ধ্বতন কর্মকর্তার নাম উঠে এসেছে। এ কারণে রিপোর্ট সবার উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি, যদিও কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তদন্ত কমিটির রিপোর্ট সবার উদ্দেশ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন।

তদন্ত কমিটি বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস ও কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড) নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোম্পানিগুলোর অর্থ উত্তোলনের অনুমোদনকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এতে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক ২ কমিশনার এবং বিএসইসির ক্যাপিটাল রেইজিং বিভাগের কর্মকর্তাদের নাম উঠে এসেছে। এছাড়া অন্যান্য বিভাগের কিছু নির্বাহি পরিচালকের দুর্নীতির বিষয়ও উঠে এসেছে।

তদন্ত কমিটি বিএসইসির দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অধিকতর তদন্তের জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করেছে। এছাড়া আইনগত পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

তদন্ত রিপোর্ট জমা দেওয়ার বেশ কিছুদিন পরেও বিএসইসি তা প্রকাশ করছে না, কারণ এতে অনেক কর্মকর্তার নাম উঠে আসছে। এরই মধ্যে বিএসইসির ৭জন কর্মকর্তার পাসপোর্ট বাতিল ও দুদকের তদন্তের কারণে নিয়ন্ত্রক সংস্থাটি চাপে রয়েছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক পরিচালক বলেন, "তদন্ত রিপোর্ট নিয়ে লুকোচুরি করার কিছু নেই। কমিশন নিজেদেরকে স্বচ্ছ দাবি করে, তাই তাদের উচিত রিপোর্ট সবার জন্য প্রকাশ করা।"

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, "এরকম কমিটি করার চাইতে না করাই ভালো। পাঁচ মাসের মধ্যে রিপোর্ট না দিতে পারলে এমন কমিটির প্রয়োজনীয়তা নেই।"

কমিটিকে প্রাথমিকভাবে বেক্সিমকোর সুকুক বন্ডসহ ১২ কোম্পানির বিষয়ে তদন্ত করতে বলা হয়েছিল, তবে কয়েক দফা সময় বাড়ানোর পরেও পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৪টি বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে তা এখনও প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছিলেন, "পুঁজিবাজারের আগের বিভিন্ন অনিয়ম, কারসাজি ও দুর্নীতি খুঁজে বের করার জন্য তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে