ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

প্রেসক্লাবের সামনে আ’লীগের লিফলেট বিতরণ কর্মসূচি

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:০৩:০১
প্রেসক্লাবের সামনে আ’লীগের লিফলেট বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচির মাধ্যমে তারা ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারকে অবৈধ ও অসংবিধানিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়।

প্রথম দিন, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে লিফলেট বিতরণ করেন। তারা পথচারী, রিকশাচালক এবং বাসযাত্রীদের মধ্যে লিফলেট ছড়িয়ে দেন। প্রায় ২০ মিনিট পর তারা সেখান থেকে চলে যান।

লিফলেটের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল:

- অপশাসন, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ

- দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ড. ইউনুসের পদত্যাগের দাবি

- বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের আহ্বান

- ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যাযজ্ঞ ও উপসনালয়ে হামলার প্রতিবাদ

- খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি ও রাহাজানির প্রতিবাদ এবং জনগণের নিরাপত্তা দাবি

- আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন হত্যার বিচার দাবি

- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তার প্রতিবাদ

- শেয়ারবাজারে অর্থ কেলেঙ্কারি ও ব্যাংকগুলোর ধ্বংসের প্রতিবাদ

- গার্মেন্টস ও শিল্প-কারখানা বন্ধের ফলে কর্মহীন শ্রমিকদের পরিস্থিতি

- গণমামলা, গণগ্রেপ্তার এবং রাজবন্দীদের মুক্তির দাবি

এছাড়া, তারা ড. মুহম্মদ ইউনুসকে অবৈধ, অসাংবিধানিক দখলদার ও খুনি-ফ্যাসিস্ট আখ্যায়িত করে তার পদত্যাগের দাবি জানায়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে