ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৪:১৪:৩১
আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ

নিজস্ব প্রতিবেদক : আজ (১ ফেব্রুয়ারি) থেকে সেন্টমার্টিনে কোনো ধরনের পর্যটক যাতায়াত বন্ধ রাখা হয়েছে। দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী নয় মাস কোনও পর্যটক যেতে পারবেন না এবং পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন কার্যকর করছে।

গত বছরের ডিসেম্বরে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়, যার ফলে পর্যটক যাতায়াত সীমিত হয়ে যায়। পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হকের নেতৃত্বে একটি দল দ্বীপ পরিদর্শন করে এবং তারা জানান, পর্যটক সীমিত করার ফলে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার, পরিবেশদূষণ এবং প্রবাল-পাথর উত্তোলন কমে এসেছে।

স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পর্যটক নিষেধাজ্ঞার সময়ে সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে। এতে দ্বীপের ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে এবং বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া, সেন্টমার্টিনে অবৈধ হোটেল-রিসোর্ট নির্মাণের বিষয়টি প্রশাসনের জানা থাকলেও, গত ডিসেম্বরে পর্যটক সীমিতকরণের পর দ্বীপের পরিবেশ অনেকটা পরিষ্কার হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য একটি ভালো বার্তা।

কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সেন্টমার্টিনের বিষয়ে করণীয় ঠিক করতে ২ ফেব্রুয়ারি একটি অনলাইন মিটিংয়ের আয়োজন করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে