ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরল ১৬ কিশোর-কিশোরী

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:৫৭:২৮
ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরল ১৬ কিশোর-কিশোরী

নিজস্ব প্রতিবেদক: ভারতে দুই বছর কারাভোগের পর ১৬ কিশোর-কিশোরী আজ (৩১ জানুয়ারি) বাংলাদেশে ফিরেছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এরা দেশে প্রবেশ করে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়, এবং পরদিন সকালে একটি বেসরকারি সংস্থা তাদের শেল্টার হোমে নিয়ে গিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

এই ১৬ কিশোর-কিশোরীর মধ্যে ১০ জন কিশোর এবং ৬ জন কিশোরী রয়েছে, যাদের বাড়ি রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, দালালরা তাদের ভারতে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে কেরালা শহরে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তারা তাদের ফেলে পালিয়ে যায়, এবং পরে পুলিশের হাতে ধরা পড়ে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোল বন্দর থানায় আনা হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে