ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

পরীমণির জামিনদার কে এই শেখ সাদী

২০২৫ জানুয়ারি ২৮ ১৬:১৮:৫৩
পরীমণির জামিনদার কে এই শেখ সাদী

বিনোদন প্রতিবেদক: আলোচিত চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

পরীমণির জামিনদার হিসেবে তরুণ গায়ক শেখ সাদী দায়িত্ব নিয়েছেন। শেখ সাদীর বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ পার করেছে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, আদালতে উপস্থিত না থাকায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পরীমণি আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে জামিন পেয়ে যান।

শেখ সাদী আদালতে শুরু থেকে পরীমণির পাশে ছিলেন। জামিনদার হওয়ার ব্যাপারে তিনি বলেন, “পরীমণি আমার সহকর্মী। যখন তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলাম, তখন আমি চিন্তিত হয়ে পরীমণির সঙ্গে কথা বললাম। তিনি আমাকে জানান যে, আজ আদালতে আত্মসমর্পণ করবেন, তাই আমি সেখানেই উপস্থিত হই।”

শেখ সাদী আরও বলেন, “আমাদের পরিচয় একই অঙ্গনে কাজ করার সময় থেকেই।”

চিত্রনায়িকা পরীমণি জানান, অবস্থা খারাপ হওয়ায় তিনি আদালতে যেতে পারেননি। গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনে শুভাকাঙ্ক্ষীরা তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরীর বন্ধুবান্ধবেরা তাকে সাহস জুগিয়েছিল।

শেখ সাদীর জামিনদার হওয়ার বিষয়েও পরীমণি বলেন, “আমার আইনজীবীসহ একটি স্থানীয় জামিনদারের প্রয়োজন ছিল, তাই শেখ সাদী জামিননামায় স্বাক্ষর করেছেন।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে