ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বার্বুডার নাগরিক জিয়াউল আহসান: ব্যাংকে অস্বাভাবিক লেনদেন

২০২৫ জানুয়ারি ২৪ ১৪:০৬:৪৪
বার্বুডার নাগরিক জিয়াউল আহসান: ব্যাংকে অস্বাভাবিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের সাবেক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান এবং তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ১২০ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, জিয়াউল আহসান তার আটটি ব্যাংক হিসাবে ১২০ কোটি টাকার লেনদেন করেছেন, এবং তার স্ত্রীর চারটি ব্যাংক হিসাবে পাওয়া গেছে ২২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন।

এছাড়া, দুদক দাবি করছে যে, জিয়াউল আহসান প্রায় ৪০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তার পরিবারের অস্বাভাবিক লেনদেনের পরিমাণ ৩৪২ কোটি টাকার বেশি। অনুসন্ধান অনুসারে, তিনি এন্টিগুয়া অ্যান্ড বার্বুডা দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং বিপুল পরিমাণ টাকা ওই দেশে বিনিয়োগ করেছেন।

দুদক জানায়, ২০১৭ সালে তিনি এন্টিগুয়া অ্যান্ড বার্বুডা নাগরিকত্ব গ্রহণের পর, দেশটির সরকারের কাছে ২ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছেন এবং সেখানকার একটি পাঁচ বছর মেয়াদি বন্ডে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। এছাড়া, তিনি দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন।

এ ঘটনায় দুদক অভিযোগকারী দম্পতির বিরুদ্ধে পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে