ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

নাগালের মধ্যে তেল, মসুর ডাল ও চিনি! সরকারের নতুন উদ্যোগ

২০২৫ জানুয়ারি ১৭ ১০:৫৫:০৯
নাগালের মধ্যে তেল, মসুর ডাল ও চিনি! সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের রমজান মাস সামনে রেখে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে। সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি গত ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে মসুর ডাল, ভোজ্যতেল এবং চিনি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। মোট এক হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকার এই পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পণ্য কেনার সিদ্ধান্তের বিস্তারিত:

মসুর ডাল:

- ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে সরকারের পক্ষ থেকে। এর জন্য ব্যয় হবে মোট ৯৭ কোটি ৯১ লাখ টাকা।

- মসুর ডাল কেনার জন্য শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ সর্বনিম্ন দর প্রস্তাব করেছে, যার প্রতি কেজি মূল্য ৯৭ টাকা ৯১ পয়সা।

- আরও ৫ হাজার টন মসুর ডাল ইজি জেনারেল ট্রেডিং থেকে কেনা হবে, যার প্রতি কেজি দাম ৯৯ টাকা ৪৮ পয়সা।

ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল):

- সরকার ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সয়াবিন তেল এবং পাম তেল অন্তর্ভুক্ত।

- ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সায় কেনা হবে, যার জন্য মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকা।

- আরও ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সায় কেনা হবে।

- শবনম ভেজিটেবল অয়েল থেকে ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সায় কেনা হবে।

চিনি:

- ১৫ হাজার টন চিনি কেনা হবে। এর জন্য মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা।

- ১০ হাজার টন চিনি মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে কেনা হবে।

- বাকি ৫ হাজার টন চিনি সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি ১১৭ টাকা ৯০ পয়সা দরে কেনা হবে।

এই পণ্যগুলি টিসিবি এর কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। টিসিবি এর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার টন মসুর ডাল, ১ লাখ ৪৪ হাজার টন চিনি, এবং বিপুল পরিমাণ ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে।

সরকারের উদ্দেশ্য হলো রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির সরবরাহ সুষমভাবে নিশ্চিত করা এবং নিম্ন আয়ের জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে