ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা, যা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৭ ০৮:৪২:৪৫
ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখনও ভারতে অবস্থান করছেন। প্রেক্ষিতটিকে কেন্দ্র করে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যার দাবি হতে দেখা যাচ্ছে শেখ হাসিনা ভারতে প্রথমবার প্রকাশ্যে এসেছেন।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এই দাবিকে খণ্ডন করেছে। তারা জানায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণ করা একটি ভিডিও।

১৫ জানুয়ারি রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনে রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল। তাদের অনুসন্ধানে দেখা যায় যে, ভিডিওটির একাধিক স্ক্রিনশট ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে সাদৃশ্যযুক্ত।

সেই ভিডিওটির শিরোনাম ছিল "Sheikh Hasina, Bangladesh Prime Minister, comes out of Hotel Claridge’s in London on 18/09/2022," যা নিশ্চিত করে যে ভিডিওটি যুক্তরাজ্যের ক্ল্যারিজ হোটেলের সামনে ধারণ করা হয়েছে।

আরও অনুসন্ধান করে দেখা গেছে, ইউটিউবে প্রচারিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর এই ভিডিওটি পোস্ট করেছিলেন, যেখানে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় অংশ নিতে বাকিংহাম প্যালেসের দিকে যাচ্ছিলেন।

এদিকে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনা রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ব্রিটেনে গমন করেন।

এই প্রেক্ষিতে, ভারতে শেখ হাসিনার বর্তমানে প্রকাশ্যে আসার দাবি সম্পূর্ণ ভ্রান্ত। ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণ করা ভিডিওটি সাম্প্রতিক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এটি গুজব হিসেবে প্রমাণিত হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে