ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পরিবার সঞ্চয়পত্র কেনায় নতুন নিয়ম জারি

২০২৫ জানুয়ারি ১৬ ২১:৪৯:৪৩
পরিবার সঞ্চয়পত্র কেনায় নতুন নিয়ম জারি

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবার সঞ্চয়পত্রের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে, যার ফলে এখন থেকে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা যাবে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যাবে না এবং কোনো প্রতিষ্ঠানের তহবিলও এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০১২ সালের ১২ সেপ্টেম্বর জারি করা আগের প্রজ্ঞাপনকে বাতিল করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো বাংলাদেশি নারী যে ১৮ বছর কিংবা তার বেশি বয়সী, শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী) এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষজন এই সঞ্চয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকবে। উল্লেখযোগ্য যে, যৌথ নামে বা প্রতিষ্ঠানের জন্য এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না।

এর আগে, আগেরদিন বুধবার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করে আইআরডি একটি আদেশ জারি করেছে। নতুন নিয়ম অনুসারে, মেয়াদ পূর্ণ হলে সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী সর্বাধিক মুনাফার হার বেড়ে ১২.৫৫ শতাংশ পর্যন্ত পৌঁছাবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা লাভ করবেন। নতুন হার অনুযায়ী, কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ শতাংশের কম হবে না।

বিনিয়োগ সীমার ভিত্তিতে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে; সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে একটি হার এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ভিন্ন হার প্রযোজ্য হবে। অর্থাৎ কম বিনিয়োগের ক্ষেত্রে তুলনামূলক বেশি মুনাফা এবং বেশি বিনিয়োগে কিছুটা কম মুনাফা পাওয়া যাবে।

এ বছরের ১ জানুয়ারি থেকে যারা সঞ্চয়পত্র কিনেছেন, শুধুমাত্র তারাই নতুন হার অনুযায়ী মুনাফা পাবেন, আর ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য আগের হারে মুনাফা প্রযোজ্য থাকবে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে