ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন শৈত্যপ্রবাহ সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

২০২৫ জানুয়ারি ১৬ ২১:১৯:৪০
নতুন শৈত্যপ্রবাহ সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবারের (১৮ জানুয়ারি) পর থেকে দেশের তাপমাত্রা কমে যাবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই তথ্য গণমাধ্যমের কাছে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, যদিও পৌষ মাস শেষ হচ্ছে, এখনও দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে না। অধিকাংশ স্থানে তাপমাত্রা ১৩-১৭ ডিগ্রির মধ্যে রয়েছে।

আবুল কালাম মল্লিক জানান, শনিবারের পর তাপমাত্রা কমতে পারে, তবে শৈত্যপ্রবাহ হবে কিনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যখন তাপমাত্রা কমতে শুরু করবে, তখন তা সম্ভবত মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, রোববার (১৯ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে আসা শুরু হতে পারে এবং এই সময়ের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এই সময় দুই-তিন দিন ধরে তাপমাত্রা কম থাকতে পারে।

আজ (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৯.৮০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৫ জানুয়ারি) সেই একই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮.১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকে, তবে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর, তাপমাত্রা ৬.১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে সেটাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিবেচনা করা হয়।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে