ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বন্ধুদের কাছে ফিরে আবেগে আপ্লুত মির্জা ফখরুল, শৈশবের দুষ্টুমি স্মরণ

২০২৫ জানুয়ারি ১৫ ১৮:২৩:৩৬
বন্ধুদের কাছে ফিরে আবেগে আপ্লুত মির্জা ফখরুল, শৈশবের দুষ্টুমি স্মরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শৈশবের বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর পুনরায় মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় আয়োজিত এক মিলন মেলায় তিনি তার শৈশবের অনেক দুষ্টুমির কথা মনে করে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেন। ফখরুল জানান, স্কুল জীবনে তিনি খুবই দুষ্টু ছিলেন এবং অনেক দুষ্টুমি করতেন, যার জন্য তাকে বারবার শাস্তি পেতে হয়েছে।

তিনি বলেন, ‘স্কুলে পড়ার সময় আমাদের ক্যাপ্টেন বখরান সাহেব ছিলেন এবং তিনি আমাদের অনেক দুষ্টুমির কারণে হেড স্যার রোস্তম আলীকে অভিযোগ করতেন। একবার হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠিয়ে একে একে বেত দিয়ে শাস্তি দিয়েছিলেন। সেই শৈশব জীবনের স্মৃতি তিনি আজও ভুলতে পারেন না।’

এছাড়া, ফখরুল তার প্রিয় বন্ধুদের মধ্যে যাদের হারিয়েছেন তাদের স্মরণ করেন। তিনি কদ্দুস ও মনোয়ারের কথা মনে করে বলেন, তারা অনেক আগেই চলে গেছেন। বন্ধুদের স্মরণে তিনি বলেন, ‘আমরা যারা এখনও বেঁচে আছি, একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা মানে হচ্ছে, আমি আছি, আমি বেঁচে আছি।’

মিলন মেলায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।’ ফখরুল তার শৈশবের এক স্মৃতির কথা তুলে ধরেন, যখন তিনি ও তার বন্ধুরা রংপুরে সিনেমা দেখতে গিয়েছিলেন, কিন্তু টিকিট না থাকায় তারা ভিড় ডিঙিয়ে সিনেমা হলে ঢুকে সিনেমা উপভোগ করেছিলেন। তিনি জানান, এসব স্মৃতি এখনো তার মনে মধুর হয়ে আছে।

এ সময়, ফখরুল তার প্রিয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের “নির্ঝরের স্বপ্নভঙ্গ” কবিতাটি আবৃত্তি করে শোনান বন্ধুদের।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে