ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ জানুয়ারি ১৫ ১৭:৩৫:৩২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ১৫ জানুয়ারি, ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে, এর মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল এবং হামলার প্রতিবাদে সমাবেশ। তারা এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচির সময় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ ৯ জন আহত হন, যাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা জাতিগত বিভাজন উসকে দেওয়ার এবং নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করবে। তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে