ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দেশে কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাবনা রয়েছে

২০২৪ ডিসেম্বর ২৩ ১৭:০৬:০৩
দেশে কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাবনা রয়েছে

নিজস্ব প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ বলেন, দেশে কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাবনা রয়েছে। বাংরাদেশে কমোডিটি ডেরিভেটিভসের সফলতার জন্য সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত উগ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা অনেক বেশি জরুরি। এছাড়া বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভসের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের শেয়ারবাজারের উন্নয়ন সাধনে সকলের সহায়তা কামনা করেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত ‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও আইনি কাঠামো’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় বিএসইসির পরিচালকবৃন্দ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস, বিআইসিএমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান কর্মশালাটি সঞ্চালনা করেন। কর্মশালায় আলোচনা করেন বিএসইসির পরিচালক মো: আবুল কালাম, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, ডিএসইর জেনারেল ম্যানেজার ও সিওও ইনচার্জ মো: ছামিউল ইসলাম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুর রহমান মজুমদার অংশ গ্রহণ করেন।

কর্মশালায় ডেরিভেটিভস ও ডেরিভেটিভস মার্কেট, কমোডিটি এক্সেচেঞ্জের প্রোডাক্ট ও তার লেনদেন সংশ্লিষ্ট বিষয়সমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের সুযোগ-সম্ভাবনা, এক্সচেঞ্জে কমোডিটি ডেরিভেটিভের ট্রেডিং মেকানিজম, কমোডিটে ডেরিভেটিভসমূহের ট্রেডিংয়ের ক্লিয়ারিং ও সেটলমেন্ট প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবঃং তাদের সম্ভাব্য সমাধানসমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভের বাজারের অংশীজন, কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালাসহ সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্পমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিবৃন্দ আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মূলবান মতামত দেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে