ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কোন উদ্যোগেই স্থিতিশীলতায় ফিরছে না শেয়ারবাজার

২০২৪ ডিসেম্বর ২৩ ১৫:৩৮:৪১
কোন উদ্যোগেই স্থিতিশীলতায় ফিরছে না শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো সোমবারও (২৩ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের এই পতন ঠেকাতে বা বাজারকে স্থিতিশীলতায় ফিরাতে কোনো উদ্যোগই কাজে আসছে না।

বিগত সরকারের সময় দীর্ঘ ১৬ বছর বাজারকে পতনে রাখা হয়েছিল। এই সময়ে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত পুঁজির অধিকাংশই হারিয়েছে। ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা রেখে দেশ ছাড়ার পর ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দেশের অন্যান্য খাতের মতো শেয়ারবাজারকে স্থিতিশীলতা ফিরাতে নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য সংস্থায় পরিবর্তন আনেন।

সরকার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেয়। মাকসুদ কমিশন বাজারকে স্থিতিশীলতায় ফিরাতে সব ধরণের স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেন। শেয়ারবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন করে বিএসইসি। এছাড়া বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়। এরপরও শেয়ারবাজারে স্থিরতা ফিরছে না।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে সবার আগে আস্থা ফিরাতে হবে। কাজটা নিয়ন্ত্রক সংস্থাকেই করতে হবে। যতক্ষণ না বাজারে আস্থা ফিরছে ততক্ষণ শেয়ারবাজারে স্থিরতা ফেরার সম্ভাবনা কম। বাজারের প্রতি অধিকাংশের আস্থা যখন ফিরবে তখন বাজারে সূচক-লেনদেন সবই বাড়বে। বিনিয়োগ বাড়বে, সাথে শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগকারী।

আগের কর্মদিবসের মতো সোমবারও (২৩ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। আগের দিনের মতো একই পরিমাণ অর্থাৎ ২৫ পয়েন্ট সূচক হারিয়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর একদিনের পতনে বিনিয়োগকারীরা বাজার থেকে আরো ১ হাজার ৬৭৫ কোটি টাকা হারিয়েছে। এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত উত্থানের মধ্যে থেকেই লেনদেন হচ্ছিল। এরপর বেলা ১১টা ৩৮ মিনিটে পতনে নামে সূচক। লেনদেনের বাকিটা সময় পতনের মধ্যে থেকেই লেনদেন হয় এবং পতনেই শেষ হয় আজকের লেনদেন।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৬.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকা। আজ লেনদেন ৯ কোটি ৬৪ লাখ টাকার বা ৩ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৯টির বা ২৫ শতাংশের, কমেছে ২১৬টির বা ৫৪.৫৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৮১টির বা ২০.৪৫ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে