ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

২০২৪ ডিসেম্বর ২১ ২০:১১:৫২
সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন সংস্কার কমিশনের বিভিন্ন খসড়া সুপারিশের বিরুদ্ধে প্রশাসন ছাড়া অন্যান্য ২৫ ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির আওতায় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত কলমবিরতি, মানববন্ধন, সমাবেশসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করবে পরিষদ।

পরিষদের সূত্র মতে, কমিশনের উপ-সচিব পুলে ৫০ শতাংশ কোটা রেখে অন্য ২৫ ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধাভিত্তিতে নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের আয়োজন করা হয়।

মতবিনিময় সভাটি ২১ ডিসেম্বর ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়, যেখানে ২৫টি ক্যাডারের নেতা-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে সংগঠনগুলি বিবৃতি দেবে এবং ২৪ ডিসেম্বর দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত অফিসগুলোতে কলমবিরতি পালন করা হবে। ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

তবে বক্তারা কমিশনের বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন ক্যাডারের পক্ষে উপসচিব পুলে ৫০ শতাংশ কোটা সুপারিশ করে সিভিল সার্ভিসের অন্যান্য ২৫ ক্যাডারের সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে প্রশাসন ক্যাডার নানা অজুহাতে কোটা পদ্ধতি চালু রেখেছে।

বক্তারা আরও বলেন, একটি ক্যাডারের নিয়ন্ত্রণ থাকার কারণে দেশে আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা ও দুর্নীতি সৃষ্টি হয়েছে, যা জনগণের সেবা কার্যক্রমকে ব্যাহত করছে। এছাড়া সংস্কার কমিটির সিদ্ধান্তের ফলে সিভিল সার্ভিসে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও তারা সতর্ক করেন।

পরিষদের সদস্যরা জোর দিয়ে বলেন, বৈষম্যহীন একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সব মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তাদের নিয়ে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করতে হবে এবং কোটামুক্ত মেধাভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, জনপ্রশাসন সচিবের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন যে, প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও মৃত সদস্যদের গ্রেড-১ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও অন্যান্য ক্যাডারের সদস্যরা গ্রেড-৩ বা গ্রেড-৪ এর মধ্যে আটকে রয়েছেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে