ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অবশেষে চাঞ্চল্যকর আনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পথে

২০২৪ ডিসেম্বর ২০ ১১:২৫:০৪
অবশেষে চাঞ্চল্যকর আনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পথে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উদ্ধার করা মাংস এবং হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। এরফলে আনারের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হলো।

পশ্চিমবঙ্গ সিআইডির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে, সেখান থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো আনোয়ারুল আজিম আনারের। ভারতীয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটির নমুনা পাঠানো হয়েছিল।

ডরিন কলকাতায় আসার সময় তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, যা পরে যাচাইয়ের জন্য পাঠানো হয়।

গত ১২ মে পশ্চিমবঙ্গে পৌঁছান আনোয়ারুল আজিম আনার, যখন তিনি তাঁর পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করেন। পরদিন, ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাড়ি থেকে বের হন। তখন তিনি জানান, সন্ধ্যায় ফিরে আসবেন, কিন্তু এরপর থেকে পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেননি।

১৭ মে আনারের পরিবারের সদস্যরা গোপালকে ফোন করে তার অবস্থান সম্পর্কে জানতে চান। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করতে বাধ্য হন। পরে জানা যায়, আনোয়ারুল আজিম আনারকে টুকরো করে হত্যা করা হয়েছে এবং কলকাতার সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে মাংস ও হাড় ফেলা হয়েছিল।

কলকাতা পুলিশ জানিয়েছে, ডিএনএ নমুনা দিতে আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস এবং ভাই এনামুল হককে ডাকলেও কেবল তার মেয়ে ডরিনই কলকাতায় গিয়েছিলেন।

এদিকে, ২২ মে শেরেবাংলা নগর থানায় খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন ডরিন। মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে হত্যার নির্দেশদাতা প্রধান আসামী আক্তারুজ্জামান পলাতক রয়েছেন।

মামলায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাসা থেকে আনোয়ারুল আজিম আনার যাত্রা শুরু করায় ডিবি পুলিশের পরামর্শে এই মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে, এই মামলায় দায় স্বীকার না করার কারণে সাইদুল করিম মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে