ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট: যা বললেন নৌ উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ১৭ ১৯:৪৭:০৪
বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট: যা বললেন নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মুক্তিযদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে এটা অস্বীকার করছি না। তবে এটা আমাদের যুদ্ধ। আমরা শুরু করেছি এবং আমরাই শেষ করেছি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নয় মাস যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমাদের অনেকে শহীদ হয়েছেন। অনেক মা-বোন তার সম্ভ্রম হারিয়েছেন। আমরা এই যুদ্ধ শুরু করেছি এবং আমরা শেষ করেছি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসের অন্যতম একটি ঘটনা বলে যোগ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা বলেন, এ যুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে এটা অস্বীকার করি না। আমরা সব সময় স্মরণ করি এবং করে যাব। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে