ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

২০২৪ ডিসেম্বর ১৭ ১৮:২১:১৭
শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের জন্য ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৪৯৫টি উপজেলার জন্য এই বরাদ্দ দিয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি উপজেলার জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আর্থিক বিধি–বিধান মেনে কম্বল কেনার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকেরা তাঁর অধিক্ষেত্রের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করবেন।

শৈত্যপ্রবাহ না থাকলেও দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা রয়েছে। আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে