ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কোহিনূর কেমিক্যালের ডিভিডেন্ড অনুমোদন

২০২৪ ডিসেম্বর ১৭ ১৮:০৩:২৯
কোহিনূর কেমিক্যালের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত বছরের জন্য ঘোষিত ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভেডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

এজিএমে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মহা. শামীম কবির।

এজিএমে ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে