ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

‘ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে’

২০২৪ ডিসেম্বর ১৪ ১৯:৩২:২৬
‘ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ইস্যুকে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এজেন্ডা আজতক ইভেন্টে বক্তৃতাকালে এই এমপি বলেন, তিনি সংসদে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি উত্থাপন করেছেন।

ওয়াইসি বলেন, তিনি সংসদে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ ধরনের বিবৃতি দিচ্ছেন?

এ ছাড়া সংসদে আরও একটি প্রশ্ন রেখেছেন বলে জানান ওয়াইসি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছে? সংসদে এই প্রশ্ন করেছেন তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে