ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে

২০২৪ ডিসেম্বর ০৯ ০৯:১৭:০৫
শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক : শীতের প্রকোপ বাড়ছে প্রতিদিনই। তবে উত্তরের জেলা উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ইতিমধ্যে বেড়েছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৬ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে, রোববার সকাল ৯টায় এখানে রেকর্ড হয়েছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হাড়কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জনজীবনেও। কনকনে শীত আর হিমেল বাতাস সহজেই কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, গতকালের চেয়ে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ। তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে