ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

'স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত'

২০২৪ ডিসেম্বর ০৮ ১৮:১২:৫৬
'স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত'

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ বলে পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার। রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।

তিনি বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।

তিনি আরও বলেন, যতোদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে