ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিগত দিনের তুলনায় বিএনপি এখন অনেক বেশি কঠোর: তারেক রহমান

২০২৪ ডিসেম্বর ০৭ ১৮:০১:০২
বিগত দিনের তুলনায় বিএনপি এখন অনেক বেশি কঠোর: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনের তুলনায় বিএনপি এখন অনেক বেশি কঠোর। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় নয়।

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি শীর্ষক ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরী করতে চায় বিএনপি। তাই জনগণের সমর্থন ও আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপির সকল নেতা-কর্মীদের।

তিনি বলেন, নির্বাচনে জনগণ যে রায় দেবে, তা মেনে নেবে বিএনপি। এছাড়া বিভিন্ন ব্যক্তির দেওয়া সংস্কার প্রস্তাবে বিএনপির ৩১ দফার প্রতিফলন ঘটেছে।

এ সময় নেতা কর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে নীতিগত ভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যে সংবিধান-আইন সেটাকেই সমর্থন করে বিএনপি। প্রতিটি মানুষ একটিই ভোট দেবে, বিএনপি এই নীতি অনুসরন করে। বিএনপি জনমানুষের দল। বিএনপি চায় দ্রুত দেশে স্থিতীশীল অবস্থা আনতে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে