ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

চার দিনের কর্মসপ্তাহ চালু করছে টোকিও

২০২৪ ডিসেম্বর ০৭ ১১:৫৩:০৫
চার দিনের কর্মসপ্তাহ চালু করছে টোকিও

আন্তর্জাতিক ডেস্ক : চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে জাপানের রাজধানী টোকিও। আগামী এপ্রিল থেকে এই পদ্ধতি কার্যকর হবে। বার্তা সংস্থা সিএনএন ও জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই পদ্ধতি চালু হলে কর্মীদের চারদিন অফিস করতে হবে এবং তিন দিন ছুটি পাবেন।

খবরে বলা হয়েছে, কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড-নিম্ন জন্মহার বৃদ্ধি করতেই দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করছে। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট নিশ্চিত করেছে যে এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হচ্ছে।

এ ছাড়া টোকিওতে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে। এতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পিতা-মাতারা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বুধবার এক নীতিনির্ধারণী বক্তৃতায় বলেন, আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য না হয়।

তিনি আরও বলেছেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের জনগণের জীবন, জীবিকা এবং অর্থনীতি রক্ষা ও উন্নত করার জন্য টোকিওর উদ্যোগ নেওয়ার এখনই সময়।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে