ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

দ্বিতীয় ওয়ান্ডেতেও আইরিশদের হারাল বাংলার নারীরা

২০২৪ নভেম্বর ৩০ ১৬:৫৮:১৩
দ্বিতীয় ওয়ান্ডেতেও আইরিশদের হারাল বাংলার নারীরা

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নারী দল নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে বাংলাদেশ নারী দল ৪৩.৫ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে। ফলাফল আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ নারী দল। এতে করে তিন ম্যাচের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা হক। ফারজানা এই রান করতে ৮৯ বল খেলেছে। এসময়ে তিনি ৬টি চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শারমিন আক্তার আর তৃতীয় সর্বোচ্চ ৪০ রান করেন নিগার সুলতানা জতি। এছাড়া স্বর্ণ আক্তার ২৯, সোবহানা মুস্তারি ১৬, মুর্শিদা আক্তার ৬ এবং ফাহিমা খাতুন ৪ রান করেন।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুই উইকেন নেন লাউরা ডিলানি। এছাড়া ওরাল পেন্ডারগেস্ট, আভা ক্যানিং ও আর্লিনা কেলি ১টি করে উইকেট নেন।

এর আগে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন অ্যামি হান্টার, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ওরাল প্রেন্ডারগেস্ট এবং ৩০ রান করেন রাউরা ডিলানি।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে