ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Sharenews24

ছাত্রশিবির কি জামায়াতের অঙ্গসংগঠন? যা বললেন সেক্রেটারি জেনারেল

২০২৪ নভেম্বর ১৬ ১৭:৩১:৫১
ছাত্রশিবির কি জামায়াতের অঙ্গসংগঠন? যা বললেন সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম পরিষ্কারভাবে জানিয়েছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামায়াতে ইসলামের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, তবে তাদের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক রয়েছে।’

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবিরের সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘আমরা যে ইসলামী আদর্শ অনুসরণ করি, জামায়াতও সেই আদর্শে বিশ্বাসী। আমাদের উদ্দেশ্য এক, তবে আমাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হয়।’

জাহিদুল ইসলাম আরো উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা সংগঠনটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেনি। আমরা কখনো কাউকে জোর করে ছাত্রশিবিরে যোগ দিতে বলি না। আমাদের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক।’

এছাড়া, তিনি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য অন্যান্য সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মাদকমুক্ত এবং শিক্ষার্থীবান্ধব হয়ে উঠুক, কারণ মাদক একজন শিক্ষার্থীকে ধ্বংস করে দেয়।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের শিক্ষার্থীরা যদি দেশ এবং সমাজে নেতৃত্ব দিতে চায়, তাদের অবশ্যই নিজেদের চরিত্র, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং সাহস বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান এবং নেতৃত্বের গুণাবলী নিয়ে আরও গভীর আলোচনা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের গড়ে তুলতে হবে।’

এছাড়া, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং একটি মাদক ও অস্ত্রমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।’

অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন দুর্নিবার শিল্পীগোষ্ঠী।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে