ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা-নাঈম

২০২৪ নভেম্বর ০৫ ১১:১৬:৩৪
চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা-নাঈম

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের দুই তারকা সুচরিতা ও নাঈমকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডে যুক্ত করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এ জুরি বোর্ড গঠন করা হয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারে নাম সুপারিশ করার জন্য। এর আগে গত ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে এই চার নতুন সদস্যকে রোববার (৩ নভেম্বর) অন্তর্ভুক্ত করা হয়।

জুরি বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।

এছাড়াও বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে