ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

নেপালকে কাঁদিয়ে আবারও চ্যাম্পিয়ন

২০২৪ অক্টোবর ৩০ ২০:৫৮:০৮
নেপালকে কাঁদিয়ে আবারও চ্যাম্পিয়ন

বিনোদন ডেস্ক: নেপালকে কাঁদিয়েই নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।

কাঠমাণ্ডুর রঙ্গশালায় ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা ধরে রাখল সাবিনা খাতুনের বাংলাদেশ।

কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ নেপালী সমর্থকদের। ‘নেপাল’, ‘নেপাল’ স্লোগান যেমন দিচ্ছিলেন, তেমনি অনেকের হাতেও দেখা যায় নেপালের পতাকা।

ম্যাচের শুরু থেকেই শেষ সময় পর্যন্ত চলে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা। ১০ মিনিটে নেপালের আমিশা কার্কির শট পোস্টে লেগে ফেরত চলে এলে বেঁচে যায় বাংলাদেশ।

২৪ মিনিটে মাসুরার দূর থেকে নেওয়া শট খুব একটা পরীক্ষা নিতে পারেনি নেপালের। পাল্টা আক্রমণে বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমার গোল ভুল করলেও সেটা কাজে লাগাতে পারেনি নেপাল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। দুর্দান্ত এক আক্রমণে নেপালের রক্ষণভাগ ভেদ করে বাংলাদেশকে ৫২ মিনিটে এগিয় দেন মনিকা চাকমা।

সমতায় ফিরতে নেপালের লেগেছে কেবল ৩ মিনিট। ৫৫ মিনিটে প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে সমতাসূচক গোল করেন নেপালি ফরোয়ার্ড আমিশা।

দুই দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে। তবে সুযোগগুলো কেউ লুফে নিতে পারেনি। নেপালের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি একাধিক সুযোগ হাতছাড়া করেছেন।

আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিক নেন মারিয়া মান্দা। মারিয়ার শট বাঁ দিকে উড়ে সেটা ঠেকিয়ে দিয়েছেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা।

কিন্তু ৮০তম মিনিটে আর রক্ষা হয়নি। কর্নার থেকে বাঁকানো শটে বাংলাদেশের স্কোরলাইন ২–১ করেন ঋতুপর্ণা চাকমা।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে