ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজেট থেকে ৭০ হাজার কোটি টাকা কমানোর পরিকল্পনা

২০২৪ অক্টোবর ২৭ ১৩:২৫:১২
বাজেট থেকে ৭০ হাজার কোটি টাকা কমানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : হাসিনা সরকারের সময়ে পাশ হওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট থেকে ৭০ হাজার কোটি টাকা কমানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার।চলতি অর্থবছরের চার মাস পাড় হয়ে গেলেও বাজেট বাস্তবায়নে এই অর্থ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা জায়, চলতি অর্থবছরের বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বছরের প্রায় ৪ মাসে যেতে না যেতে বাজেট বরাদ্দের ৭০ হাজার কোটি টাকা কাটছাঁট করার পরিকল্পনা করায় সংশোধিত বাজেটের আকার হতে পারে ৭ লাখ ২৭ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের মূল বাজেট থেকে ৯ ভাগ কম।

এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে বাজেটের আকার ৭০ হাজার কোটি টাকা কমিয়ে আনার একটি প্রক্ষেপণ করা হয়েছে। এটি নিয়ে আরও কিছু কাজ বাকি রয়েছে। এরপর আগামী মাসে অর্থ উপদেষ্টার কাছে সংশোধিত বাজেটের একটি আকার উপস্থাপন করা হবে। আর ডিসেম্বর মাসে সংশোধিত বাজেটটি চূড়ান্ত করা হবে।

বিশ্লেষকরা বলছেন, চলতি অর্থবছরে প্রায় ৮ লাখ কোটি টাকার যে বাজেট বাস্তবায়ন হাতে নেওয়া হয়েছে তা অনেকটা অবাস্তব বাজেট। যেখানে সরকারের কাঙ্খিত আয় নেই, সেখানে কীভাবে এত বিশাল বাজেট বাস্তবায়ন করা যাবে। এটি বাস্তবায়ন করার জন্য বিশাল অঙ্কের ব্যাংক ঋণ নিতে হবে। যার টার্গেট বাজেটেই ধরা রয়েছে। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের জন্য ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু এই পরিমাণ ঋণ নিলে এক বছরের বেশি সময় ধরে প্রায় ‘ডাবল ডিজিট’ ছুঁই ছুঁই মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে তা বলা যায় না। আরো পড়ুন:

তবে অন্তর্বর্তী সরকার বাজেট বাস্তবায়নের জন্য যাতে ব্যাঙক থেকে অধিক পরিমাণে ঋণ নিতে না হয় তার জন্যও বাজেটকে ছোট করা হচ্ছে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারের আয় বাড়ানো যাচ্ছে না। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা কম হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম।

উল্লেখ্য, বিগত ২০২৩-২০২৪ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এর আকার কমিয়ে নির্ধারণ করা হয় ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। বাজেটের আকার হ্রাস পায় মূল বাজেটের ৬ শতাংশ, টাকার অঙ্কে যার পরিমাণ ৪৭ হাজার ৩৩৭ কোটি টাকা।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে