ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

এবার ভারত শিবিরে রানের কাঁপুনি

২০২৪ অক্টোবর ২৫ ২১:১৬:৫৫
এবার ভারত শিবিরে রানের কাঁপুনি

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ড বড় রানের লিড নিয়েছে। দলটির রান দাঁড়িয়েছে ৩০১ রান । দ্বিতীয় ইনিংসে এখনো অর্ধেক ব্যাটিং বাকি তাদের। এই লিড যে আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে কিউইরা, তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে তিন টেস্ট সিরিজের প্রথমটি হেরে বসা ভারত এখন দ্বিতীয় ম্যাচেও হার দেখছে। নিউজিল্যান্ডের পাহাড়সম লিডে যে ভারত শিবিরে কাঁপুনি ধরে গেছে তা বলাই বাহুল্য।

পুনে টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৯ রান করে। ভারতের হয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। জবাব দিতে নেমে ভারত গুটিয়ে যায় ১৫৬ রানে।

সুন্দরের বোলিংয়ের কার্বন কপি দেখান কিউই স্পিনার মিচেল স্যান্টনার। তিনিও সুন্দরের মতোই ৭ উইকেট ঝুলিতে পোরেন।

১০৩ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিংয়েই ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক টম ল্যাথাম। তাতে আরও ফুলেফেঁপে ওঠে কিউইদের লিড।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও সে ধারা অব্যাহত রেখেছেন সুন্দর। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫ উইকেট খুইয়েছে নিউজিল্যান্ড। এর চারটিই ঝুলিতে পুরেছেন এই ঘূর্ণিবাজ।

সুন্দরের বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে কিউইরা।

এর আগে বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

মাহমুদ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে