ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

মাত্র এক বলের জন্য বিশ্ব রেকর্ড মিস!

২০২৪ অক্টোবর ১৩ ১৮:৪৩:৩৭
মাত্র এক বলের জন্য বিশ্ব রেকর্ড মিস!

ক্রীড়া প্রতিবেদক: মাত্র এক বলের জন্য ভারতীয় ক্রিকেট দল বিশ্ব রেকর্ড মিস করেছে। বাংলাদেশ দলের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ১৪ ওভারে ২০১ রান করেছে ভারত।

এর আগে টি–টোয়েন্টিতে গত বছর দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩.৫ ওভারে ২০০ রান করে রেকর্ড গড়েছিল।

গতকাল শনিবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ভারত। ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে দলীয় ২৩ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় ভারত।

এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৭০ বলে ১৭৩ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।

এদিন ক্যারিয়ারের ৩৩তম টি-টোয়েন্টিতে মাত্র ৪০ বল খেলে ৯টি চার আ ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন স্যামসন। এদিন তিনি ফেরেন ১১১ রান করে।

ভারত টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রান করে। এর আগে তারা দলীয় সর্বোচ্চ ২৬০ রান করেছিল। আজ তারা ১৭.৫ ওভারেই আগের সেই রেকর্ড ছাড়িয়ে যায়।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে