ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

সংস্কার কমিশন প্রধানরা পাবেন আপিল বিভাগের বিচারকদের মর্যাদা

২০২৪ অক্টোবর ১০ ১২:০২:৫৫
সংস্কার কমিশন প্রধানরা পাবেন আপিল বিভাগের বিচারকদের মর্যাদা

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয় কমিশনের প্রধানগণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

বুধবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিশন প্রদানদের পদমর্যাদা ও আর্থিক সুবিধাদির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর ২০২৪ গঠিত সংবিধান সংস্কার কমিশন-এর কমিশন প্রধানগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

কমিশনসমূহের সদস্যগণ যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানি এবং যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তাহারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা সম্মানি প্রাপ্ত হবেন।

তবে কমিশনের প্রধান বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে