ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের দুর্গাপূজা ও সার্ক নিয়ে যা বলল ভারত

২০২৪ অক্টোবর ০৫ ১৬:১৩:৩৩
বাংলাদেশের দুর্গাপূজা ও সার্ক নিয়ে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপে হামলা ‘অনাকাঙ্ক্ষিত’ এবং সামাজিক সম্প্রীতির বিষয়ে সঠিক বার্তা দেয় না বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (০৪ অক্টোবর) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করি, সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে।’

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তুলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া একটি দেশের অভ্যন্তরীণ বিষয়।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সার্কের নতুন করে পরিচালনার কথা বলেছেন।

এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমরা আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগ যথেষ্ট গুরুত্ব দেই। এ কারণে আমরা বিমসটেককে গুরুত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, সার্কের বিষয়ে, আমরা আঞ্চলিক সহযোগিতা চাই তবে আপনারা জানেন এর অধীনে আঞ্চলিক সহযোগিতার কেন অগ্রগতি হয়নি। কারণ একটি দেশের কাজের বিশেষ পদ্ধতির কারণে সার্ক আটকে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে ভারতের সেনা ক্যাম্পে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর থেকে সার্ক সভা এবং শীর্ষ সম্মেলন স্থগিত রয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে