ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সবসময় মেয়েকে কেন সঙ্গে রাখেন, কারণ জানালেন ঐশ্বরিয়া

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১২:৪৫:২৯
সবসময় মেয়েকে কেন সঙ্গে রাখেন, কারণ জানালেন ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদক: বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। চলতি বছরেই ১৩ বছরে পা রেখেছে আরাধ্য। বাবা-মা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় জন্মের পর থেকেই লাইট, ক্যামেরার সামনেই বেড়ে উঠতে হয়েছে তাকে।

আরাধ্যকে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি নেই। প্রায় সবসময় দেখা যায়, মা ঐশ্বরিয়ার হাত ধরেই বিভিন্ন স্থানে হাজির হন আরাধ্য। এবারো যেমন তেমনই চিত্রের দেখা মিলল।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবু ধাবিতে অনুষ্ঠানের গ্রিন কার্পেটে মেয়ের হাত ধরেই সামনে এলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

তবে কেন সর্বদা মেয়েকে নিয়ে ঘোরেন ঐশ্বরিয়া? আইফার মঞ্চে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেয়ার সময় সেই প্রশ্নেরই অকপটে জবাব দিয়েছেন তিনি।

এক ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে আরাধ্যর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া। ঠিক তখনই একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, কেন আরাধ্য সর্বদা সর্বত্র তার সঙ্গে থাকে?

জবাবে সাবেক এক সময়ের ভক্তদের ক্রাস এই বিশ্বসুন্দরী বলেন, ‘ও আমার মেয়ে। তাই ও আমার সঙ্গে সব জায়গায় যায়’।

কৌতুহল নিয়ে ওই সাংবাদিক আরো বলেন, ‘আরাধ্য ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে’।

পাল্টা ঐশ্বরিয়া তার হাত মুঠো করে শূন্যে তুলে জানান, ‘তার মেয়ে আসলেই সেরা।’

ঐশ্বরিয়া রাই গেল সপ্তাহের শুরুতে আরাধ্যকে নিয়েই প্যারিসে হাজির হয়েছিলেন। সেখানে ল’রিয়াল প্যারিসের একটি ইভেন্টে মার্জার সরণীতে হাঁটেন নায়িকা।

এরপর আইফার মঞ্চেও একসঙ্গে দেখা মিলল মা-মেয়ের। এতে তার ভক্তরাও বেজায় খুশী। তারা যেন এক ধরণের বাড়তি আনন্দ পান।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে