ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে শেয়ারবাজারে

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১১:২২:২৮
বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি কমেছে। কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ২ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কমে বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে বড় আকারে পিই রেশিও কমেছে, বিনিয়োগ ঝুঁকিও তেমনি আরও বড় পরিসরে কমেছে।

তবে দেশের শেয়ারবাজারে এখন প্রায় সব শেয়ারের দামই তলানিতে অবস্থান করছেন। যে কারণে এমনিতে বিনিয়োগ ঝুঁকি নেই। কেবল নানা কারণে ঝুঁকিবিহীন শেয়ারের দাম আরও কমছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৯১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১০.৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২১ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে