ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৭:০৯:০৭
সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচিত্রের বরপুত্র সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও তাঁর ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত হয়েছিলেন শাবনূর।

মাত্র ৪ বছরে সালমান দর্শকদের উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। যার বেশিরভাগ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। ফলে চলচ্চিত্র পাড়ায় সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন শোনা যেত সে সময়।

সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান।

তিনি বলেন, ‘ইমন (সালমান শাহর ডাকনাম) এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার। এই ঘটনার শুরু একটা সিনেমার শুটিং সেট থেকে। শুটিং এর সময়ে ছোট একটা বিষয় নিয়ে মৌসুমীর মা এবং ইমনের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে ইমন ও মৌসুমী সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না। এরপর আমরা নায়িকার সংকটের মধ্যদিয়ে যাই। তখন শাবনাজ ও নাইম বিয়ে করেন। বিয়ের পর গুজব শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দেবেন। তাই নতুন নায়িকা খুঁজতে হয়। পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই, ওর সঙ্গেই কাজ করা হবে।’

সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা বলেন, ‘এই বিষয়টা এত সহজে বলা যায় না। এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায় সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তাহলে আমি এক বাক্যে বলব যে, হ্যাঁ তাদের সম্পর্ক ছিল।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়টা জানার পর আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়। আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম। ইমন আমাকে অনেক বুঝিয়েছে, মাফও চেয়েছিল। পরে আমাকে মানিয়ে নিয়ে আসে। আমি দুইমাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি। ইমন আমাকে বলেছিল, সে শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না। এবং আমরা নতুন নায়িকা খুঁজব।’

তবে সেটা আর হয়নি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর সবাইকে ছেড়ে চলে যান তিনি।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে