ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত, নেওয়া হল যেসব সিদ্ধান্ত

২০২৪ সেপ্টেম্বর ১৭ ২১:২০:২৭
বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত, নেওয়া হল যেসব সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির এক সভা গতকাল সোমবার রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়াম সভায় ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে