ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড পুনর্গঠন, যারা থাকছেন

২০২৪ সেপ্টেম্বর ১৫ ২২:০৪:৪৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড পুনর্গঠন, যারা থাকছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছে।

আজ রোববার এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরি বোর্ডের মোট সদস্য ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।

জুরি বোর্ডে যারা আছেন, তারা হলেন-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন।

বোর্ডে সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। বোর্ডে আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।

জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরি বোর্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে