ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৭:২৩:৩৯
৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। ১-০ তে সিরিজ জিতেছিল টাইগ্রেসরা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে জ্যোতি-রাবেয়ারা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।

তাই জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

শেষ পর্যন্ত নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে