ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

চাঙ্গাবাজারে অপ্রত্যাশিত কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৭:৪৩:২০
চাঙ্গাবাজারে অপ্রত্যাশিত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা পতনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইতিবাচক প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। যেসব কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে সেগুলোর মধ্যে ৭৬টির শেয়ার দর কমেছে। দর কমা কোম্পানিগুলোর মধ্যে একটি মাত্র কোম্পানি রয়েছে যার বিনিয়োগকারীরা হতভাগা। কোম্পানিটি হলো- নিউ লাইন ক্লোথিংস।

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন ৩৭ টাকা ৮০ পয়সায় শুরু হয়। তবে বেশিক্ষণ এই াবস্থায় থাকতে পারেনি শেয়ারটির দর। কিছুক্ষণের মধ্যেই শেয়ারটির দর ৩১ টাকা ৫০ পয়সায় নেমে যায়। এরপর আর এই কোম্পানির শেয়ার দর বাড়ে নি। কোনো বিনিয়োগকারীই শেয়ারটি ক্রয়ের জন্য আগ্রহ দেখায়নি। যার কারণে ৩১ টাকা ৫০ পয়সায়ই শেয়ারটির ক্লোজিং দর হয়। এর ফলে কোম্পানিটির শেয়ার দর আজ ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশই কমে যায়।

এদিন কোম্পানিটির ২৬ হাজার ২৬টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়। যার মাধ্যমে ৮ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, বেশ কিছু দিন পতনে ডুবে ছিল শেয়ারবাজার। সেখান থেকে আজ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। শেয়ার কেনা- বেচার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। তবে একটি কোম্পানির শেয়ারের দর কমার সর্বোচ্চ সীমায় নেমে যায়। এটা অপ্রত্যাশিত। আশা করা যায় বাজারে লেনদেনে আশা কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে